মাধবপুরে টয়লেটে থেকে ককটেল ও পাইপগান উদ্ধার

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

হবিগঞ্জ প্রতিবেদক :: মাধবপুরে টয়লেটে থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল ও ১টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর ৩টায় উপজেলার মনতলা পূর্ব বাজারের শাহ আলম নামে এক ব্যবসায়ীর দোকানের পিছনের টয়লেটে থেকে এগুলো উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালায়।

এ সময় একটি টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল ও ১টি পাইপগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি বলেও জানান তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com