মাধবপুরে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার, মা-বাবা আটক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

মাধবপুরে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার, মা-বাবা আটক

376
সুরমা মেইল নিউজ : নিখোঁজ হওয়ার দুইদিন পর হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকা থেকে ইসমাইল মিয়া (০৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে শিশুটির বাবা রজব আলী (৫০) ও মা রহিমা আক্তারকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) দুপুর ২টায় মাধবপুর এলাকায় নিজেদের বাড়ির ধানের গোলা রাখার মাচার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শনিবার (২৬ মার্চ) সকালে ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় তার বাবা রজব আলী মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে পুলিশ ইসমাইলের বাড়িতে তল্লাশি চালিয়ে মাচার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মুনির হোসেন জানান, পুলিশ উদ্ধার করা মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com