মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি


মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলায় চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- একরাম মিয়া (৭) ও তামান্না আক্তার (৭)। একরাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। সে নানা আইয়ুব আলীর বাড়িতে বরুড়া গ্রামে থাকত। তামান্না বরুড়া গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে পানিতে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

 

(সুরমামেইল/এনএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com