মাধবপুরে বন্ধুর সঙ্গে বেড়াতে আসা কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

হবিগঞ্জ প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর সঙ্গে বেড়াতে এসে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু।

রোববার বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে এ ঘটনা ঘটে।

সে কক্সবাজার জেলার কলাতলির মোড় এলাকার আব্দুর রহমানের ছেলে ঢাকার ন্যাশনাল পলিটেকনিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহি রহমান।

জানা যায়, উপজেলার বুলা ইউনিয়নের বাণেশ্বর গ্রামের বাসিন্দা এফএল গ্রুপের মালিক ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রানা গত শুক্রবার তার ৪ বন্ধুকে নিয়ে ঢাকা থেকে মাধবপুর বেড়াতে আসেন। সাতছড়ি জাতীয় উদ্যানসহ বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখান বন্ধুদের। বিকেলে রানা তার ৪ বন্ধুকে নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে ৩ জন সাঁতরিয়ে পুকুরের পাড়ে উঠলেও মাহি মাঝ পুকুরে তলিয়ে যায়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মী ঘটনাস্থলে এসে মাহিকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশের সুরতহাল করা হয়েছে। মাহির অভিভাবকরা আসলে তাদের বক্তব্য শুনে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com