মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪০

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪০

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে অন্তত ৩০–৩৫ জন গুরুতর আহত হন।

 

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

Manual3 Ad Code

 

এ ঘটনায় আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

Manual6 Ad Code

হবিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন,  কোনো মৃত্যুর খবর পাইনি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code