সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মে ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের মাধবপুরে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দু’টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও গাঁজা উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান- মনতলা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে একদল বিজিবি সদস্য বুধবার (০৪ মে) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে।
অপরদিকে, ধর্মঘর কোম্পানি কমান্ডার আবু হানিফের নেতৃত্বে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ উদ্ধার করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি