সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪
সুনির্মল সেন :
কষ্ট দিয়ে জীবন গড়া
ব্রিটিশের আতংক দুখু,
বাল্যকালে জীবন তরে
ছিল না কোন সুখটুকু।
চা-দোকানে লেটোর দলে
কাটে তার দিন,
দেশের তরে বাজলো মনে
বিদ্রোহী সুর বীণ।
যাত্রা পালায় লেটোর দলে
লিখতেন পুঁথি গান,
গানের প্রীতি লেখার জ্যোতি
তিনি বাংলার জান।
চলতেন কিন্তু বীরের মতো
যেমনি চলে রেল
রবি’র পরে বিদ্রোহী লিখে
খাটলেন তিনি জেল।
মানবতার মহান ঋষি
বিদ্রোহী কবি নজরুল,
বাবড়ি কাটা ঝাঁকড়া চুলের
মানব ধরার বুলবুল।
(কবি ও সাংবাদিক)
Design and developed by ওয়েব হোম বিডি