মানিকপির টিলায় যুবক খুন, আটক ১

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪

মানিকপির টিলায় যুবক খুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর মানিকপির টিলায় ছুরিকাঘাতে আব্দুল হাসান সাবিল খুন হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত শাহীন (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে খুনের এই ঘটনা ঘটে।

 

বিকেলে ঘটনার সাথে জড়িত একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।

 

পুলিশ সুত্রে জানা যায়, মাঝে মধ্যে সাবিলের সাথে ডেলিভারী ম্যানের কাজ করতো শাহিন। বৃহস্পতিবার সাবিলের কাছে বাড়ি ভাড়া দেয়ার জন্য টাকা ধার চাইলে সাবিল টাকা না দেওয়ায় এই ঘটনা ঘটায়।

 

নিহত আব্দুল হাসান সাবিল (২৬) জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের পুত্র। তিনি সিলেট মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে থাকতেন।

 

মানিকপির টিলা কবরস্থানের এক নিরাপত্তা কর্মী জানান, উপর থেকে হঠাৎ এক বয়স্ক লোক তাদের জানান, উপরে একটি লাশ পড়ে আছে, পরে তারা অফিসের লোকদের জানান এবং ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান। আশপাশের লোকজন তাদের জানিয়েছেন দুই যুবকের মারামারিতে তার মৃত্যু হয়েছে।

 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আব্দুল হাসান সাবিল অনলাইন ভিত্তিক অ্যাপস্ ‘পাঠাও’ এর সেলসম্যানের কাজ করতো। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com