মানুষও কি কুকুর হয়ে গেলও?

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

মানুষও কি কুকুর হয়ে গেলও?

1436251168

আন্তর্জাতিক ডেস্ক : মানুষও কি কুকুর হয়ে গেলও? লালসা শিকার হলো কুকুরের মত একটি প্রাণী। নৃশংস ভাবে ধর্ষণ করে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে প্রাণীটির দেহ। আর এই ঘটনাটি ঘটেছে খোদ মানবিকতা, নৈতিকতার ধারক বাহক বলে নিজেদের দাবি করা মার্কিন মুলুকে।

ওয়াশিংটনের থার্স্টন কাউন্টিতে মৃত কুকুরটির দেহ উদ্ধার হলে এই ঘটনা প্রকাশ্যে আসে। খুনির সম্পর্কে কোনো খোঁজ মেলেনি। তবে খুনীকে ধরিয়ে দিলে বা ধরতে সাহায্য করলে পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পশু সংরক্ষণ সংস্থা ‘The Humane Society of the United States (HSUS)।’

পিট বুল প্রজাতির এই নারী কুকুরের শরীরে নৃশংস যৌন অত্যাচারের প্রমাণ পাওয়া গিয়েছে। এক মাউন্টেন বাইকার গাছে ঝুলন্ত অবস্থায় কুকুরটির দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এইচএসইউএসের ওয়াশিংটন স্টেট ডিরেক্টর ড্যান পল বলেন, “এই ঘটনার বীভৎসতা চমকে ওঠার মতো। এই অসহায় প্রাণী তার জীবনের শেষ সময়ে কতটা কষ্ট পেয়েছে, তা ভাবা যায় না। আর এই নৃশংস অত্যাচার যে করেছে, সে এখনও আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আশা করি অপরাধীকে শিগগিরই ধরা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com