মানুষের আবেগে সাড়া দিবে গাড়ি

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

তথ্য ও প্রযুক্তি :: মানুষের আবেগ বুঝতে পারবে গাড়ি। এমনকি মানুষের আবেগে সাড়াও দিতে পারবে এটি। এমনই গাড়ির কনসেপ্ট তৈরি করেছেন বিজ্ঞানীরা। গাড়িটির নাম নিউভি। এই গাড়িটি তৈরি করেছে হোন্ডা। আগামী মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শোতে গাড়িটি প্রদর্শন করা হবে।

হোন্ডার এই গাড়িটিতে ব্যবহৃত হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এতে ইমোশন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

নিউভি গাড়িটি ছোট আকারের। ওজনেও হালকা। এটিকে বলা হচ্ছে সিটি কার। শহরের যানবাহনের ব্যস্ততার মাঝ্যে স্বাচ্ছন্দ্যে গাড়িটি চলতে পারবে। এটি স্বয়ংচালিত গাড়ি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com