মানুষের চিকিৎসা সেবা দেয়া আমাদের কর্তব্য: শেখ হাসিনা

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

মানুষের চিকিৎসা সেবা দেয়া আমাদের কর্তব্য: শেখ হাসিনা

Manual7 Ad Code

images

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের চিকিৎসা সেবা দেয়া আমাদের কর্তব্য, আমাদের সরকার তাই মনে করে। ইদানীং নতুন নতুন আরও রোগ দেখা দিচ্ছে। সেগুলোও কিভাবে মোকাবেলা করা যায়, সেগুলোর চিকিৎসা কিভাবে মানুষকে দেয়া যায়, সে বিষয়ে আরও সচেতনতা দরকার। চিকিৎসা সেবা আরো উন্নত করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ করার কথা ভাবছে।

Manual2 Ad Code

আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে চক্ষু চিকিৎসকদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান। চিকিৎসার মানোন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জেলা-উপজেলা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষুসেবা দেয়া হবে।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় উল্লেখযোগ্য হারে কমেছে শিশু ও মাতৃমৃত্যু।  এ সময় নতুন নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে বেগম ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এটার ওপর আরও গবেষণা করা হবে, যাতে মানুষ সেবা পায়। সেখান থেকে সেই ব্যবস্থা নেয়া হবে। ইনস্টিটিউটগুলো একদিকে যেমন বিশেষজ্ঞ তৈরি করবে, অপরদিকে সেবার মান বাড়বে। তাছাড়া গবেষণার মাধ্যমে বের করা হবে আমাদের এই অঞ্চলের মানুষ কী কারণে অন্ধ হয় বা নানা রকম অসুখে ভোগে, সে ব্যাপারে ভাল জ্ঞান অর্জন সম্ভব বলে আমি মনে করি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code