সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬
বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের বাবা কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় পরপারে পাড়ি জমান কর্নেল। এসময় তিনি নিউ দিল্লীর এসকর্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।
শারীরিক অসুস্থ্যতার কারণে মঙ্গলবার রাতেই তাকে নয়াদিল্লির ইসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শাহরুখের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে, এই শোক সংবাদের খবর পেয়ে মুম্বাই থেকে কাল রাতেই দিল্লী পৌঁছান শাহরুখ দম্পতি। এসময় তাতের সঙ্গে ছিলেন করণ জোহরসহ আরো অনেক বন্ধু ও আত্মীয় স্বজন। আজ বুধবার সকাল ১০টায় মৃতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মূলত হোসিয়ারপুর জেলার মধ্যে পাতি গ্রামের বাসিন্দা কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর। সবিতা ছিব্বরকে বিয়ের পর তিনি ১৯৭০ সালে দিল্লি চলে আসেন। তার কিছুদিন পরেই জন্ম নেন শাহরুখের স্ত্রী গৌরি খান। কর্নেলের ভিক্রান্ত নামে এক পুত্রও রয়েছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি