মারা গেছেন কিং খানের শ্বশুর

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬

মারা গেছেন কিং খানের শ্বশুর

1456894781
বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের বাবা কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় পরপারে পাড়ি জমান কর্নেল। এসময় তিনি নিউ দিল্লীর এসকর্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

শারীরিক অসুস্থ্যতার কারণে মঙ্গলবার রাতেই তাকে নয়াদিল্লির ইসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাহরুখের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে, এই শোক সংবাদের খবর পেয়ে মুম্বাই থেকে কাল রাতেই দিল্লী পৌঁছান শাহরুখ দম্পতি। এসময় তাতের সঙ্গে ছিলেন করণ জোহরসহ আরো অনেক বন্ধু ও আত্মীয় স্বজন। আজ বুধবার সকাল ১০টায় মৃতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, মূলত হোসিয়ারপুর জেলার মধ্যে পাতি গ্রামের বাসিন্দা কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর। সবিতা ছিব্বরকে বিয়ের পর তিনি ১৯৭০ সালে দিল্লি চলে আসেন। তার কিছুদিন পরেই জন্ম নেন শাহরুখের স্ত্রী গৌরি খান। কর্নেলের ভিক্রান্ত নামে এক পুত্রও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com