সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : মার্চ মানেই মহান স্বাধীনতা দিবস। আর সেই দিবসেই জাতীয় স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যেতে বাড়ন করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশের মানুষ বিক্ষুদ্ধ। তারা আপনাকে (খালেদা জিয়া) প্রতিহত করতে পারে। যেহেতু আপনি শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাই আপনি কেন শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন? হাছান মাহমুদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি ও উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন শীর্ষক আলোচনা সভায় শুক্রবার এসব কথা বলেন। খালেদা জিয়া বিডিআর হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিলেন এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, তিনিসহ আরও কারা কারা ওই হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিলেন তা তদন্তের মাধ্যমে বের করে দোষীদের বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী পায় না বিএনপি। বিএনপি অফিসে চেয়ারে বসা নিয়ে মারামারি করে তারা। একইভাবে তৃণমূল পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যও তারা মারামারি করেন। এ কারণেই তারা ইউপি নির্বাচনে প্রার্থী দিতে পারছে না। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি