মাল্টাকে হারিয়ে শীর্ষে ইংল্যান্ড

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

মাল্টাকে হারিয়ে শীর্ষে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রাখলো ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে ডেলে আলি ও ড্যানিয়েল স্টারিজ নৈপুণ্যে মাল্টার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে আসলো ইংলিশরা।

দুই ম্যাচ খেলে দুটোতেই জয় তুলে নেয়া ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের ঝুলিতে জমা আছে ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা স্লোভেনিয়ার অবস্থান তৃতীয়।

ম্যাচের ২৯ মিনিটে মাল্টার জাল কাঁপান ড্যানিয়েল স্টারিজ। আর ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডি. আলী। প্রতিপক্ষ মাল্টা শোধ দিতে পারেনি একটি গোলও।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com