মালয়েশিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৪

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ায় একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।

শনিবার দেশটির জোহর বারু থেকে যাত্রী নিয়ে বাসটি রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় বাসটি উচ্চগতিতে চলছিল।

চালক নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায় বলে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বাসটি পাহাড়ি সুড়ঙ্গে ধাক্কা খেয়েছিল।” দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ছয়জন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু রয়েছে।

এদিকে, আহতদের মধ্যে সাতজন মালয়েশীয়, পাঁচজন সিঙ্গাপুরের, দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। আহত বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com