মাসিক ২৫-৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬

মাসিক ২৫-৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন

t1

সুরমা মেইল নিউজ : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মাসিক ২৫ টাকা থেকে ৩০ টাকা কিস্তিতে কৃষক ও প্রান্তিক পর্যায়ের তৃণমূল মানুষদের স্মার্টফোন দেয়ার কথা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’র (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

তারানা হালিম বলেন, মোবাইল কোম্পানি এরিকসন ও ওয়ালটনের সঙ্গে কথা হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কিছু অ্যাপস কমিয়ে দিয়ে তাদের হাতে স্মার্টফোন তুলে দিতে আগ্রহ দেখিয়েছে। তারা ২৫ থেকে ৩০ টাকার কিস্তিতে স্মার্টফোন দেওয়া সম্ভব বলে জানিয়েছে। দেড় থেকে দুই হাজার টাকায় স্মার্টফোন প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com