মাহির প্রেমে হাবুডুব খাচ্ছেন ডিপজল!

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

মাহির প্রেমে হাবুডুব খাচ্ছেন ডিপজল!

1455086741

বিনোদন ডেস্ক : একাকীত্ব কাটাতে প্রতি রাতে শহরে ঘুরে বেড়ান একজন ভালো মানুষ। তিনি ডিপজল। শহরের দুস্থ মানুষের তিনি সেবা করেন। কিন্তু এরই মাঝে মাহির প্রেমে পড়ে যান তিনি। এই প্রেমে হাবুডুব খাওয়া অবস্থায় তার গোপন কথা জানতে পারেন বাপ্পি, যিনি তাকে শ্রদ্ধা করেন বড় ভাইয়ের মতো। এমন কাহিনী নিয়ে নির্মিত বাপ্পি ও মাহির নতুন ছবি ‘অনেক দামে কেনা’ আগামী ৮ এপ্রিল সারা দেশে মুক্তি পাচ্ছে। ছবিতে মাহি একজন অন্ধ ফুলবিক্রেতা। ‘সিটি লাইটস’ ছবির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। আর প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com