মাহি-অপুর বৌভাত ২৪ জুলাই

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬

মাহি-অপুর বৌভাত ২৪ জুলাই

download (1)

সুরমা মেইল নিউজ : গত ১২ মে এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন কাউকে না জানিয়ে সিলেটের প্রভাবশালী ব্যবসায়ী অপুকে। এরপর ২৪ মে স্বামীকে নিয়ে সাংবাদিকদের নিয়ে মুখোমুখি হলেও বড় কোন অনুষ্ঠান করা হয়নি কোন পক্ষেরই।

এতে অনেক ক্ষোভ দেখা দেয় মাহিয়া মাহির মিডিয়া জগত ও সিলেটের অপুর পরিবারের সদস্যদের মাঝে। রমজানো ঈদের কারণে বাকি থেকে যায় বৌভাতের অনুষ্ঠান। তাই ঈদের পর সিলেটে বিবাহত্তর ওয়ালিমার আয়োজন করেছেন অপুর পরিবার। আগামী ২৪ জুলাই রবিবার সন্ধ্যায় সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এ ওয়ালিমা অনুষ্ঠিত হবে। এখন চলছে অতিথিদের দাওয়াত এর পালা।

সোমবার সন্ধায় অপুর পরিবার থেকে পাঠানো দাওয়াত কার্ড সিলেটভিউ কার্যালয়ে এসে পৌছায়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com