মাহি বিয়ে করায় ক্ষেপেছেন সওদাগর!

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

মাহি বিয়ে করায় ক্ষেপেছেন সওদাগর!

150911kk_binodon

বিনোদন ডেস্ক : বুধবার দুপুর দেড়টায় অভিনেত্রী মাহিয়া মাহি সিলেটের সন্তান মাহমুদ পারভেজ অপুর সাথে পরিণয়ে আবদ্ধ হন। আর এই ঘটনায় দারুণ ক্ষেপেছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তিনি মাহির হুট করে বিয়ে করাকে ‘ফাজলামো’ বলে অভিহিতি করেছেন। তবে মিশার এই চটে যাওয়াটা কিন্তু ব্যক্তিগত নয় বরঞ্চ ফিল্ম ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য বলে উল্লেখ করেছেন তিনি।

মিশা সওদাগার ফেসবুকে লিখেছেন, হঠাৎ পত্রিকায় দেখলাম একজন নতুন ট্যালেন্টেড নায়ক একজন ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে ফেললো! মাহির বিয়ের ঘটনা নিয়ে লিখেছেন, আমার দেখা নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকার হঠাৎ বিয়ের সংবাদে আমি হতবাক। এরা একটিবারও তাদের দায়বদ্ধতার কথা ভাবলো না। আমি এই প্রজন্মের এ রকম হুটহাট সিদ্ধান্তকে কখনোই স্বাগত জানাতে পারবো না। কারণ আমার পরিবার আমাকে আজকের এই মিশা সওদাগর বানায়নি। আমার নাম, আমার খ্যাতি, আমার প্রাচুর্য, আমার জাতীয় পুরস্কার- সব ইন্ডাস্ট্রি দিয়েছে। হুটহাট সিদ্ধান্তের পরিসমাপ্তি হোক।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com