রিয়াজ-মাহি অভিনীত আসছে ‘কৃষ্ণপক্ষ’

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

রিয়াজ-মাহি অভিনীত আসছে ‘কৃষ্ণপক্ষ’
Riaz

মাহি ও রিয়াজ

 

সুরমামেইল. বিনোদন ডেস্ক : কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে।

গতকাল বুধবার সেন্সর ছাড়পত্রের জন্য ছবিটি জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে এই ছবির পরিচালক মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের জন্মদিনেই ছবিটি মুক্তি পাবে।

মেহের আফরোজ শাওন পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন মাহি। এবারই প্রথম তাঁরা দুজন কোনো ছবিতে জুটি হয়ে অভিনয় করলেন। রিয়াজ-মাহি ছাড়াও ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com