সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৬
আহসান আহসানুল হাবিব…………………………………..
“সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাড়িয়ে
এক মধ্য বয়সী নারী এখনো রইয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে ? নাকি ফিরবে না ??”
সাবিনা ইয়াসমিনের গলায় গানটা অনেক বারই শোনা আমাদের । একবার এই মায়ের কথাই চিন্তা করুন না ? তিনি আদো জানেন না তার ছেলে ফিরবে কি না ? বেচে আছে কি না ? কিন্তু তিনি আশাহত এমনকি ক্লান্ত নন। প্রতীক্ষায় বুক ভরা আশা নিয়ে চেয়ে আছেন পথের পানে , খোকা ফিরবে এই এক বিশ্বাসে।
গতদিন বাংলালিংক এর একটা ভিডিও ফেইসবুকে দেখলাম মা দিবস নিয়ে। বিষয়টা ছিল আমারা আমাদের মা সম্পর্কে কতোটা জানি । খুব অবাক হলাম ।অনেকেই নিজের মায়ের বার্থ ডে , প্রিয় রং কিংবা প্রিয় খাবার কি?তা ই জানেন না । কিন্তু বিপরীত দিক থেকে ভাবুনতো একবার আপনি যখন কর্ম ব্যস্ততার ফাকে শহর পাড়ি দিয়ে মায়ের কোলে ফিরিছেন আপনার অজান্তেই আপনার প্রিয় খাবারটি আপনার মা তৈরী করে রেখেছেন।
“আমার মা” মায়ের পছন্দ অপছন্দ সম্পর্কে হয়তো আমি খুব বেশী দূর জানি না । তবে মনে আছে মায়ের চল্লিশতম জন্মদিনে আমার চল্লিশ জন বন্ধুর নিজের হাতে লেখা রঙ্গিন কাগজে চল্লিশটি জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছলাম । সাথে আমার হাতে লেখা একটা খোলা চিঠি। যে কথা গুলো মাকে কোনদিনও বলতে পারি নি সেই কথা গুলোই ছিল চিঠিতে আর একচল্লিশ বছর বয়সে সুস্থতা কামনা । সাথে মায়ের প্রিয় রঙ পারপেল কালারের একটা হেডফোন। সেদিন ছিল ১০ জুলাই। ঢাকা থেকে সকাল ৬ টার বাসে করে পাঠিয়ে দেই । রমজান মাস চলছিল তখন । সিলেটে আমার বন্ধুরা সেই ৪০ টি শুভেচ্ছা বার্তা আর আমার লেখা খোলা চিঠির সাথে একটি বার্থ ডে কেক নিয়ে ইফতারের পরপরই উপস্থিত বাসায় । মামা, খালা, নানা, বাবা সবাইকে টেক্সট করে জানিয়ে দেই জন্ম দিনের শুভেচ্ছা জানাতে । সেদিন রাতে মায়েরমুঠো ফোনের যান্ত্রিক শব্দে মায়ের প্রচন্ড খুশি আর আবেগ ভরা গলা আমার আয়ু বারীয়ে দিয়েছিল কয়েক বছর। আমি এটাই বিশ্বাস করি।
পৃথিবীতে মা সন্তানের জন্যে এমনি একজন মহিয়সী নারী – সবাই যদি তোমাকে ছেড়ে চলে যায় তাও তবু একজন থাকবে তোমার পাশে । সে তোমার মা। শত ব্যস্ততার মাঝে আমরা কি আমাদের মা কে ভূলে যাচ্ছি ? একটু সচেতন হলেই সুদুরেও থেকে আমরা আমাদের মায়ের আচলের ছায়ায় থাকতে পারি। একটাইতো মা আমাদের । যিনি এতো ভালোবাসেন তাকে একটু ভালোবাসতে সময় দিতে দোষ কোথায়?
মায়ের কাছে আমরা সন্তানরা নাড়ি ছেড়া ধন । তাইতো কোন মা ই সন্তান হারা হয়ে বুক খালি করতে চান না। ঈশ্বরের কাছে প্রার্থনার দু হাতে আমরাও চাইবো আমাদের মা বেচে থাকুক আমাদের আমৃত্যু । আর আজ যারা মা হারা তাদের জন্যে এটুকুই বলি আপনাদের মায়ের ছায়া সব সময় আছে আপনাদের সাথে আর আপনাদের মায়ের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা সহ পৃথিবির সকল মা কে মা দিবসের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি।
লেখক: সাহিত্য সম্পাদক- সুরমা মেইল ডটকম
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি