মা বলতেন বাংলায় ঝগড়া করো, আমি চাই সিলেটিও শিখুন

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫

মা বলতেন বাংলায় ঝগড়া করো, আমি চাই সিলেটিও শিখুন
Tulip_1_516785468

টিউলিপ সিদ্দীক

 

সুরমামেইল. ডেস্ক : ভাই-বোন যখন ঝগড়া করতাম, মা বলতেন, বাংলায় ঝগড়া করো। এখন আমার স্বামী শিখছেন, আমি চাই সিলেটি শিখুন। মানুষ বাংলা শিখতে চায় তো, বাংলা শিখছে।’

বিভিন্ন দেশ ঘুরে কীভাবে এতো ভালো বাংলা বলেন এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দীক এসব কথা বলেন। তিনি বলেন, মা অনেক কড়া। তাই বাংলাই বলতে হতো। বাচ্চাকে বাংলা ও সিলেটি ভাষা শেখানোর ইচ্ছা আছে বলেও জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। লেট’স টক উইথ টিউলিপ সিদ্দীক: ‘রোড টু ওয়েস্টমিনিস্টার’ শিরোনামে সংলাপটির আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে টিউলিপ বলেন, দেশবাসী যদি মনে করে, তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধে অপরাধ করা মানুষগুলোর বিচার হতে হবে। এখানে মানুষের চাওয়া অবশ্যই গুরুত্ব পাবে। যে কোনো দেশে থেকেই বাংলাদেশিদের সহযোগিতা করতে পারি। আমি সেটি করছি, সেখানে বাংলাদেশিদের নিয়ে কাজ করছি।

নিজেদের পছন্দের বিষয়ে পড়তে ও পছন্দের পথে হাঁটার পরামর্শ দিয়ে তিনি বলেন, পড়ালেখা ছাড়া কোনো কিছুই সম্ভব না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com