মা-বাবার অজান্তে ১০ বছর ধরে আটক জগন্নাথপুরের আসমিনা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

মা-বাবার অজান্তে ১০ বছর ধরে আটক জগন্নাথপুরের আসমিনা

20160328_154756-1024x768

সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবের বাজার’স্থ লুদুরপুর গ্রামের আসমিনা সারদাকে পিতা-মাতার অজান্তে আটক, অত:পর অত্যান্ত সু-কৌশলে রেখে তাদের সাথে কোন সাক্ষাৎ করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে- সিলেট নগরীর তাতীপাড়া অবস্থানরত শহিদুল ইসলামের ছেলে সাব্বির আহমদ গংদের বিরুদ্ধে। এব্যাপারে আইনি সহায়তা পেতে নিরিহ মোছা: রাজিয়া বেগম স্থানীয় একটি মানবাধিকার সংস্থার সিলেট বিভাগীয় কার্যালয়ে মেয়েকে ফিরিয়ে পেতে অভিযোগ করেছেন। অভিযুক্তরা হচ্ছে, ১। সাব্বির আহমদ (সোয়েব খান), পিতা শহিদুল ইসলাম, ২। কমলা বেগম, স্বামী শহিদুল ইসলাম, ৩। জলি বেগম, পিতা শহিদুল ইসলাম, ৪। সাইদুল ইসলাম খান, পিতা অজ্ঞাত, সর্ব সাকিন ষাড়পাড়া, নোয়াগাও, ডাক: ষাড়পাড়া বাজার, থানা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ। এ অভিযোগের পরিপেক্ষিতে উল্লেখিত  ব্যাক্তিদের মানবাধিকার সংস্থায় তাদেরকে হাজির হয়ে তাদের পক্ষে বক্তব্য প্রধানের জন্য দু,দুবার নোটিশ প্রধান করা হয়। কিন্তু এক্ষেত্রে অভিযোক্ত বিবাদীরা নোটিশের কোন জবাব না দিয়ে মোছা: রাজিয়া বেগমের মেয়ে আসমিনা সারদাকে প্রায় ১০ বছর যাবৎ আটক রেখে নানা ধরনের নির্যাতন করে যাচ্ছে। এব্যাপারে তারা  পুলিশের সাহায্য সহযোগিতা কামনা করেছেন। জানা গেছে, আসমিনা সারদার গর্ভে ২ টি শিশু সন্তান রয়েছে। এঘটনায় সিলেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে মেয়ে  আসমিনাকে ফিরে পেতে তারা শেষ পর্যন্ত সুনামগঞ্জ পুলিশ সুপার এমনকি সিলেট রেঞ্জের ডিআইজির দ্বারস্থ হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com