মিটার না দেখে বিল তৈরি করছে জৈন্তাপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

জৈন্তাপুর থেকে, সোয়েব উদ্দিন :: সিলেটের জৈন্তাপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়েই গ্রাহকদের সব অভিযোগ। প্রতি মাসেই ব্যবহারের চেয়ে অতিরিক্ত ইউনিটের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের।

অতিরিক্ত এই বিলের টাকা পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন সাধারণ গ্রাহকরা। প্রায় প্রতিদিনই জৈন্তাপুর বিদ্যুৎ বিতরণ বিভাগে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন গ্রাহকরা। এতে করে একদিকে বিতরণ বিভাগের কর্মকর্তারা যেমন বিপাকে পড়েছেন তেমনি গ্রাহকদের মাঝেও চাপা ক্ষোভ বিরাজ করছে।

এদিকে জৈন্তাপুরের দরবস্ত বাজার, হরিপুর বাজার, হেমু, জৈন্তাপুরসহ ব্যাবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মনগড়া বিদ্যুৎ বিল তৈরী করছে কতৃপক্ষ। বিল নিয়ে ব্যাবসায়ীরা দীর্ঘদিন হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

একাধিক বিদ্যুৎ গ্রাহক জানান, মিটারের সাথে বিলের কোন মিল নেই। যত ইউনিট ব্যবহার হচ্ছে তার অধিক বা দিগুণ বিল দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের এসব হয়রানি এখন চরম আকার ধারণ করেছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান ক্ষুদ্ধ গ্রাহকরা।

উপজেলা নির্বাহী অফিসারের কাছে ব্যাবসায়ীরা লিখিত আবেদন করেন এতে তিনি ১০০ ব্যাবসায়ীর সাক্ষরিত একটি ডকুমেন্টারি চান। ডকুমেন্টারি তৈরীর পর যোগাযোগ করা হলে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে ব্যাপারটি হস্তান্তর করেন।

এ ব্যপারে স্থানীয় (দরবস্ত) ইউপি চেয়ারম্যান বাহারুল আলম সালিশের জন্য উভয়পক্ষকে ডাকলে বিদ্যুৎ কর্তৃপক্ষ সাড়া দেয়নি। ‘ভুতুড়ে’ এই বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী। এদের মতো এমন অসংখ্য গ্রাহককেই প্রতিমাসে ব্যবহারের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎবিল পরিশোধ করতে হচ্ছে। অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে বার বার ধর্ণা দিয়েও কোনো সমাধান না পাওয়ায় অনেক গ্রাহকই সংযোগ বিচ্ছিন্ন করবেন বলে মনস্থির করে ফেলেছেন।

গ্রাহকদের এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জৈন্তাপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আগামী মাসে বিদ্যুৎ বিল সঠিক করে দেবেন বলে আশ্বস্থ করেন। কিন্তু এই মাসে গ্রাহকদের উপর ক্ষিপ্ত হয়ে আরো বেশি করে বিদ্যুৎ বিল ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে গ্রাহকরা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com