মিডিয়ার পর এবার এনজিও নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে সরকার

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

মিডিয়ার পর এবার এনজিও নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে সরকার

index

সুরমা মেইল নিউজ : সরকার উৎখাতে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ষড়যন্ত্র রুখতে ইসলামী দলগুলোকে মাঠে নামতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আহ্বানকে কৌতুক হিসেবে দেখছে বিএনপি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছেন, ওআইসির সম্মেলনে না গিয়ে বুলগেরিয়াতে গেলেন। ইসলামী দলকে মাঠে নামতে ওই দলের নেতার বক্তব্য নিঃসন্দেহে কৌতুকের।

রুহুল কবির রিজভী বলেন, হেফাজতের সমাবেশে হামলা চালিয়ে ইসলামকে প্রতিপক্ষ করেছে আওয়ামী লীগ। সেই দলটি এখন কল্পকাহিনী সাজিয়েছে আসলাম চৌধুরীকে নিয়ে। দলের নেতারা হয় মানুষকে পাগল ভাবেন, না হয় বোকা ভাবেন। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকারি দলের নেতারা কখনো ইসলামিক, কখনো ধর্মনিরপেক্ষ, কখনো নাস্তিক সাজেন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

রিজভী বলেন, ‘মিডিয়ার পর এবার এনজিও নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে সরকার, যা দুরভিসন্ধিমূলক।’

পতনের আঁচ বুঝতে পেরে আওয়ামী লীগ উন্মাদ হয়ে উঠছে দাবি করে বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দমন-নিপীড়নের অংশ হিসেবে এনজিও নিয়ন্ত্রণ আইন করছে সরকার।

ইউপি নির্বাচনকে ঘিরে মৃত্যুর পরিসংখ্যান বাড়ছে দাবি করে তিনি বলেন, লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। নির্বাচন প্রক্রিয়াকে ভয়াবহ কায়দায় বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com