মিথ্যাচারের মধ্য দিয়ে বিএনপি নিজেদের অপকর্ম ঢাকতে চায় : হানিফ

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

মিথ্যাচারের মধ্য দিয়ে বিএনপি নিজেদের অপকর্ম ঢাকতে চায় : হানিফ
download (7)
সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ধর্মের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। বিএনপি নানান সময় নানান ধরনের মিথ্যাচার করে। এই সকল মিথ্যাচারের মধ্য দিয়ে তারা নিজেদের অপকর্মকে ঢাকতে চায়।
বুধবার (২৫ মে) ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল করার লক্ষ্যে অর্থ উপ-কমিটির সঙ্গে অন্যান্য উপ-কমিটির নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ ধর্মের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার না করে সুবিধা অনুযায়ী ধর্মের কথা বলে- বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হানিফ।
তিনি বলেন, গয়েশ্বরের কথাবার্তায় প্রমাণ হয়েছে বিএনপি বর্তমান সরকারকে পতন করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা জনগণকে বিপদে ফেলে নিজেরা সুবিধা নিতে চায়। মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত ইসরায়েলের সাথে বিএনপির নেতারা বৈঠক করে তাদের সব রকমের ব্যবসা-বাণিজ্যসহ সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com