সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি আগুনে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুর্ঘটনাস্থানে অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।
আগুন লাগার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়- অগ্নিকান্ডের পর ভবনের দ্বিতীয়তলায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস জানায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, সার্চ শেষে গার্মেন্টসের ভেতর থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেগুলো- দ্বিতীয় এবং তৃতীয় তলায় ছিল। তবে কেমিকেল গোডাউনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি; আরও সময় লাগবে। সেখানে ৬/৭ ধরনের কেমিকেল ছিলো।
তাজুল ইসলাম জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়েছে, তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি; ছাদেও উঠতে পারেনি। তাই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে- বলে জানান তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ। অনেকে প্রিয়জনের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। পোশাক কারখানার ভেতরে কাজ করা অনেক শ্রমিকের এখনো কোনো খোঁজ মেলেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে পাঁচটি ইউনিট কাজ শুরু করে; পরে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পোশাক কারখানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যাল গোডাউনে। এতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, বিভিন্ন ধরনের রাসায়নিক মজুত থাকায় কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। উৎসুক জনতার ভিড় সামলাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী সাধারণ মানুষ ও নিখোঁজদের স্বজনদের শান্ত রাখার চেষ্টা করছেন। ঘটনাস্থলজুড়ে আতঙ্ক, কান্না আর শোকের ছায়া বিরাজ করছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি