মিরপুরে দু’এমপি গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৪

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

মিরপুরে দু’এমপি গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৪

2016_05_08_14_27_59_xwjtT0RaBYkpI2CGzmn6ruIgcSUOw5_original-800x445

সুরমা মেইল নিউজ : রাজধানীর মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিলের সময় স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক আসলাম গ্রুপের সঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি সাবিনা আক্তার তুহিন গ্রুপের সংঘর্ষ বাধে। এতে ১৪ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তামান্না।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোট ১৬ জনকে ভর্তি করানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com