সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর মিরাপাড়ায় গরুর ফার্মে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আট লাখ টাকার। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মিরাপাড়া বি- ১৪৯ নং সাইদুর রহমান এপলু মিয়া গরুর ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ফার্মের মালিক সাইদুর রহমান জানান, সাইদুর রহমান বলেন, ফার্মে আগুন লাগার মত কোনো কিছু ছিল না। যে কেউ ইচ্ছাকৃতভাবে এ অগ্নিকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মিরাপাড়া এলাকায় গেলেও ছোট রাস্তার কারণে গাড়ি ফার্মের কাছে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শাহজালাল মুন্সি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফার্মের মালিক অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি