মিরাবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে আইনজীবীর বাসায় ডাকাতি

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬

মিরাবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে আইনজীবীর বাসায় ডাকাতি

dakati
সুরমা মেইল নিউজ : নগরীর মিরাবাজারের আগপাড়ার এডভোকেটের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে আগপাড়ার মৌসুমী ৯৩/বি সিলেট জেলা জর্জ কোর্টের এপিপি আজহারুল ইসলাম এহিয়ার বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। এডভোকেট আজহারুল ইসলাম এহিয়ার পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের বাহিরে থাকায় ডাকাতরা বাসা থেকে কি পরিমান মালামাল লুট করেছে তার পরিমান জানা যায়নি। এডভোকেট এহিয়ার আত্মীয় কামাল আহমদ জানান, বাসার গ্রিল কেটে ৭ থেকে ৮ জন ডাকাত ঘরে ঢুকে। ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা সবার হাত পা বেঁধে ফেলে। এসময় তারা বাসার আলমিরা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তবে বাসা থেকে কি পরিমান মালামাল ডাকাতরা লুটে নিয়েছে তার পরিমান তিনি বলতে পারেননি। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com