মির্জাপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন গ্রামের পাঁচ বাড়িতে গণডাকাতি হয়েছে। ডাকাতির সময় গ্রামবাসী কয়েক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়।

গুরুতর অবস্থায় তিনজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সেখানে আন্তঃজেলা দুই ডাকাত মারা যায়। নিহত দুইজন ডাকাত সর্দার বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম (৫৬)। হাসপাতালে ভর্তিকৃত সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নুর ইসলামের ছেলে নেক মাহমুদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এবং ডিউটি অফিসার কমল সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ডাকাত মারা গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com