মিলনেকে হারালেন কোহলি-গেইল বাহিনীরা

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

মিলনেকে হারালেন কোহলি-গেইল বাহিনীরা

স্পোর্টস ডেস্ক : এই আসরের আইপিএলে একের পর এক আঘাত দিচ্ছে ইনজুরি নামক ঘাতক। এই ঘাতকের হানায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটার চলে গেছেন খেলার বাইরে। এবার চোটের কবলে পড়ায় অ্যাডাম মিলনেকে হারালেন কোহলি-গেইলরা। হ্যামস্ট্রিংয়ে মারাত্মক আঘাত পেয়েছেন বেঙ্গালুরুর এই বোলার। এবারের আইপিএলই শেষ হয়ে গেছে মিলনের।

আজ বেঙ্গালুরু খেলবে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে। এই ম্যাচের উপলক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন কোহলি-গেইলরা। অনুশীলনে তাদের সঙ্গে ছিলেন না মিলনে। জানা গেছে, কয়েকদিন আগেই নাকি নিউজিল্যান্ডে ফিরে গেছেন তিনি।

এদিকে মিলনের বিষয়ে মন্তব্য করতে রাজি নন বেঙ্গালুরুর কর্তারা। আসলেই গুরুতর ইনজুরি নাকি দলের প্রত্যাশা পূরণ করতে না পারায় দেশে ফিরে যেতে হয়েছে মিলনেকে? বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয় কারো কাছেই। তা ছাড়া তার বিকল্পও খুঁজছেন না বেঙ্গালুরু!

উল্লেখ্য, চলতি আসরে বেঙ্গালুরুর একাদশে একবার সুযোগ পেয়েছেন মিলনে। গত মাসে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৪৩ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন। ওটাই ছিল এবারের আসরে তার প্রথম ও শেষ ম্যাচ!

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com