মিশা এখন হিজড়া!

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬

মিশা এখন হিজড়া!

images (6)

বিনোদন ডেস্ক : ছবিতে সাধারণত ভয়ংকর খল চরিত্রেই দেখা যায় মিশা সওদাগরকে। এবার সম্পূর্ণ একটা ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি। অভিনয় করবেন হিজড়া চরিত্রে। ‘মিসকল’ নামের নতুন একটা ছবিতে এমন চরিত্রে দেখা যাবে বাংলা ছবির এ খলনায়ককে। ছবিটি পরিচালনা করছেন শাফিউদ্দিন শাফি। এতে নায়ক হিসেবে থাকবেন বাপ্পি। তার বিপরীতে অভিনয় করছেন নায়িকা মুগ্ধতা। আগামী এপ্রিল মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার কথা রয়েছে। ‘মিসকল’ ছবির প্রধান সহকারী পরিচালক সর্দার মামুন বলেন, ‘ছবির গল্পে দেখা যাবে যে, একটি মেয়েকে ধর্ষণ করতে যায় মিশা। সেখানে তাকে মারধর করে ছবির নায়ক বাপ্পি। মার খেয়ে মিশা সওদাগর হয়ে যায় হিজড়া। ছবিতে অনেক কমেডি আছে। ছবির গল্পটাও একটু অন্য রকম, যা দর্শকদের ভালো লাগবে বলে জানান সর্দার মামুন। ছবির গানের কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল, আর গানের জন্য যে হিজড়ারা অভিনয় করছেন তাঁদের অধিকাংশই সত্যিকারের হিজড়া।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com