মিশে থাকা অনুভূতি

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

মিশে থাকা অনুভূতি

…………………………………….আহসান আহসানুল হাবিব

যদি মন খুলে দেখা যেতো- তবে দেখতাম আমি ; মনের কোন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছি দেহের কোন কোন ভাজে মিশে আছি আমি।

চুম্বনে দাগ আকি নি , দেহে থাকা অদৃশ্য স্পর্শ চিহ্ন অনুভবেই জ্বলে উঠবে তোমার মনে, আমৃত্যু। শুধু তুমিই বুঝবে…. পালিয়েও বাচা যায় না এমন কিছু স্মৃতিতে যখন জড়িয়ে গেছি আমরা , তখন মন খুলে দেখাতে হবে না।

তখন আর মন খুলে দেখাতে হবে না প্রিয়তমেষু , তোমার কুচকানো ভ্রু , অভিমানী গাল , ছলছল চোখের ভাষা এ দুচোখ পড়তে পারে। নিশ্চিত বুঝতে পারি – নিশ্বাসের কতটা গভীরে মিশে আছি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com