মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে নেজামে ইসলাম পার্টির মানববন্ধন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে নেজামে ইসলাম পার্টির মানববন্ধন

সুরমা মেইল ডটকম :: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্টিত জয়।

নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি মাওলানা ক্বারী আবু ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মুফতী সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, সহ সভাপতি মাওলানা এম.এ নুর জালালী, বিশ্বনাথ থানা সভাপতি মাওলানা সাইফুল হক, প্রিন্সিপাল মাওলানা জহরুল হক, হাফিজ আব্দুল মালিক, মাওলানা এম.এ হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, মিয়ানমারে মুসলিম গণহত্যা ইতিহাসের সকল বর্ববরতাকে হার মানিয়েছে। নিষ্পাপ শিশু হত্যা, মহিলাদের গণধর্ষণ, বাড়িঘরে অগ্নি সংযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com