মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সিলেটে ব্যবসায়ীদের বিশাল মানববন্ধন

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সিলেটে ব্যবসায়ীদের বিশাল মানববন্ধন

সুরমা মেইল ডটকম :: মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়ার সভাপতিত্বে একাত্ব হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে নগরীর সবকটি বিপনী বিতান, মার্কেট সমিতিসহ সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।

বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ মার্কেটের সামনে ব্যানার নিয়ে বর্বর নির্যাতন ও জাতিগত নিধনের প্রতিবাদে মানববন্ধন করছে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com