মীর কাসেমের রায় রিভিউর সিদ্ধান্ত

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

মীর কাসেমের রায় রিভিউর সিদ্ধান্ত

images (8)সুরমা মেইল নিউজ : মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এজন্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী আইনজীবীদের প্রস্তুতি নিতে বলেছেন বলে জানা গেছে।

শনিবার মীর কাসেম আলীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কারাগারে সাক্ষাৎ করেছেন তার আইনজীবী প্যানেলের ৫ সদস্য। সেখানে আইনজীবীদের এ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মীর কাসেম আলী।

আইনজীবীরা হচ্ছেন, মীর কাসেমের ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট নাজিবুর রহমান, অ্যাডভোকেট বজলুর রহমান ও অ্যাডভোকেট মো. নুরুল্লাহ্।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ সাংবাদিকদের জানান, মীর কাসেম আলীর সঙ্গে তার আইনজীবীরা ৪০ মিনিট কথা বলেছেন।

মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়। এরপর নিয়ম অনুযায়ী আপিল বিভাগ থেকে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় মামলাটির বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। এর ভিত্তিতে তার মৃত্যু পরোয়ানা জারি করে এ পূর্ণাঙ্গ রায় কারাগারসহ সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়। কারাগারে মীর কাসেমকে মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনানো হয়।

গত ৮ মার্চ মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিল আপিল বিভাগ। এর আগে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। বাসস।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com