সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : শুক্রবার বলিউডে একি দিনে মুক্তি পেয়েছে বিগ বাজেটের দুই ছবি শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে’ এবং রনবীর সিং-দীপিকা জুটির ‘বাজিরাও মাস্তানি।’
‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বলিউড রোমান্সের গুরু হিসেবে পরিচিত সঞ্জয় লীলা বানসালী আর বিনোদনের মাস্টার হিসাবে পরিচিত রোহিত শেঠী পরিচালনা করেছেন ‘দিলওয়ালে।’
তবে খবর হচ্ছে, মুক্তির প্রথম দিনেই বাধার মুখে পড়েছে দুটি ছবিই। ভারতে মহারাষ্ট্র প্রদেশের ভারতীয় জনতা পার্টি(বিজেপি)’র কর্মীদের বিক্ষোভের মুখে পুনে মাল্টিপ্লেক্সের সিটি প্রাইড হলে সদ্য মুক্তি পাওয়া ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রের পাঁচটি শো বাতিল করা হয়।
১৭০০ সালের মহারাষ্ট্রের রাজা পেশওয়া বাজিরাওয়ের কাহিনি নিয়ে ছবিটি নির্মিত।
বিজেপির দাবি, ছবির কাহিনিকে বিকৃত করা হয়েছে। ছবিতে বাজিরাওকে যেভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কখনোই এমন ছিলেন না।
অন্যদিকে, বিজেপি কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে প্রথম দিনেই বন্ধ হয়ে গেল জাবালপুরে শাহরুখ-কাজল জুটির নতুন সিনেমা ‘দিলওয়ালে।’ সিনেমা হলের বাইরে সকাল থেকেই বিক্ষোভ করে বিজেপি কর্মীরা। বিজেপির এই কর্মকাণ্ডে ক্ষুদ্ধ ভারতের চলচ্চিত্র প্রেমীরাও।
Design and developed by ওয়েব হোম বিডি