মুখোমুখি হতে যাচ্ছেন এক সময়ের প্রেমিক যুগল

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

মুখোমুখি হতে যাচ্ছেন এক সময়ের প্রেমিক যুগল

Manual6 Ad Code

download (1)

বিনোদন ডেস্ক : পেছনের কারণ যে তাদের অতীত প্রেম এ কথাও অনেকেই জানেন । তবে সত্য হলো, সালমান খান ও ঐশ্বরিয়া পরস্পরের মুখ দেখেন না। বাস্তব জীবনে বহুদিন থেকেই এমনটা চলে আসছে। তবে এবার মুখোমুখি হতে চলেছেন এক সময়ের এই দুই প্রেমিক-প্রেমিকা।

Manual1 Ad Code

অতীত প্রেমের কাঁদুনি গাইতে নয়, নিজেদের নতুন সিনেমা নিয়ে মুখোমুখি হবেন তারা। ১৪ এপ্রিল একই দিনে মুক্তি পাচ্ছে এ দুজনের সিনেমা। মজার ব্যাপার দুটোই বিগ বাজেটের মুভি। আর হবে নাই বা কেন, তারা তো আর যেনতেন ছবিতে অভিনয় করেন না। তাদের ছবি কবে মুক্তি পাবে এ নিয়ে ভক্তরা আশায় আশায় দিন গোনেন। এবার তাদের সেই আশা ফুরোলো।

Manual6 Ad Code

অ্যাশ যে সিনেমাটিতে থাকছেন তার নাম ‘সারাবজিত’। অন্যদিকে সালমানের সিনেমার নাম ‘সুলতান’। কে জিতবে? প্রশ্ন এখন সেটাই। দুটো সিনেমার কাহিনিই চমকপ্রদ। একটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে আটক ভারতীয় নাগরিক সারাবজিত সিংয়ের বোন দালবির চরিত্রে অভিনয় করেছেন অ্যাশ। সিনেমায় অ্যাশের ভিন্ন লুক ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। বোঝাই যাচ্ছে পরিচালক উমাঙ কুমার এ সিনেমায় ঐশ্বরিয়াকে শক্তিশালী এক নারীর চরিত্রেই হাজির করেছেন।

Manual6 Ad Code

সালমান খানের সিনেমাটাও আত্মজীবনীমূলক। সেখানে তাকে কুস্তিগীরের চরিত্রে দেখা যাবে। এখন দেখার পালা এই দুজনের বক্স অফিস কী বলে? কে জেতেন এই লড়াইয়ে। আসলে সামনাসামনি দুজন দুজনকে এড়িয়ে চললেও পর্দায় আর এড়ানোর উপায় থাকলো না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code