মুজাহিদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে আবেদন

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৫

মুজাহিদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে আবেদন

 

Mujahid

 

সুরমা মেইল : মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে চেয়েছেন তার পাঁচ আইনজীবী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে তার আইনজীবীরা শুক্রবার দেখা করার সময় চেয়ে আবেদন করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে মুজাহিদের আইনজীবী গাজী এম এইচ তানিম গণমাধ্যমকে জানান, আইনজীবীদের পক্ষ থেকে তিনি আবেদনকারী। আবেদনে শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দেখা করার সুযোগ চেয়ে কারা কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।

যে ৫ আইনজীবী দেখা করতে চান। তারা হলেন, মো. নজরুল ইসলাম, মশিউল আলম, মো. সাইফুর রহমান, গাজী এম এইচ তানিম ও মশিউর রহমান আকন্দ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com