মুজিব নগর দিবস উপলক্ষে আয়ারল্যান্ড যুবলীগের আলোচনা সভা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

মুজিব নগর দিবস উপলক্ষে আয়ারল্যান্ড যুবলীগের আলোচনা সভা

নবীগঞ্জ প্রতিনিধি :
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আয়ারল্যান্ডের রাজধানী ডাব্লিনের সাউথ উইলিয়াম স্ট্রিটে স্পাইস অফ ইন্ডিয়া রেষ্টুরেনটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমান আলী দিলদার হোসেন।

 

যুবলীগ নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাব্লিন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও ডাব্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলক সরকার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিক, সাইফুর রহমান, ডাব্লিন আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুর রহমান বাবলু ও হাফিজুর রহমান লিংকন, ডাব্লিন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ।

 

এতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ খালেদ, সুমন রহমান ফরাজী, মোহাম্মদ হাবিব, শিশির ইসলাম, রায়হান, মোহাম্মদ লিপু ও সুমন প্রমুখ৷

 

কর্ক থেকে যুবলীগ নেতা নোমান চৌধুরী ভার্চুয়ালী উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

 

সভাপতির বক্তব্যে ইমান আলী দিলদার বলেন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীযুবলীগ এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ যুব সংগঠন হিসেবে ও মানবিক যুবলীগের সুখ্যাতি অর্জন করেছে। ঐতিহাসিক মুজিব নগর দিবসের ব্রত নিয়ে আয়ারল্যান্ড যুবলীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

এছাড়াও বক্তব্য রাখেন সুমন ফরাজী প্রমসবাই, বক্তাগণ যুবলীলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আয়ারল্যান্ড যুবলীগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

(সুরমামেইল/এমএআজাদ)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com