মুনতাহার স্বজনদের শান্তনা ও কবর জিয়ারত করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

মুনতাহার স্বজনদের শান্তনা ও কবর জিয়ারত করলেন জেলা প্রশাসক

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটের নিহত শিশু মুনতাহা জেরিনের পরিবারের সদস্যদের প্রতি শান্তনা প্রদান ও মুনতাহা জেরিনের কবর জিয়ারত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসক মুনতাহা জেরিনের বাড়ী বীরদল ভাড়ারীফৌদ গ্রামে যান এবং হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ শিশু মুনতাহা জেরিনের হত্যাকান্ডের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ প্রশাসন সব সময় মুন্তাহা জেরিনের পরিবারের পাশে রয়েছে বলে নিহতের পিতা শামীম আহমদ সহ আত্মীয়-স্বজন’কে শান্তনা প্রদান করেন। জেলা প্রশাসক’কে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুনতাহা’র স্বজনরা তারা খুনীদের ফাঁসির দাবী জানান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ নিহত মুনতাহা কবর জিয়ারত করেন।

 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট এর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব মানব সম্পদ) হোসাইন মোঃ আল জুনায়েদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ওয়াজিদ ওয়াসিফ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com