মুশফিকুরের দল তোমাদের শুভকামনা জানায়-মুশফিকুর রহীম

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৫

মুশফিকুরের দল তোমাদের শুভকামনা জানায়-মুশফিকুর রহীম

Bangladesh+Portrait+Session+Y02THaIMvvJm

সুরমা মেইলঃ “বাংলাদেশ ফুটবল দল অস্ট্রেলিয়া ফুটবল দলের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলছে। পুরো জাতির চোখ তোমাদের ওপর! মুশফিকুরের দল তোমাদের শুভকামনা জানায়। আমাদের গর্বিত করো!-” লিখেছেন মুশফিক।   পার্থে আজ বিকেলের এই ম্যাচের আগে মুশফিক তার ফেসবুক পেজে শুভকামনা জানিয়েছেন মামুনুলদের।

অস্ট্রেলিয়ার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা বাংলাদেশ ফুটবল দলের। আর সেই খেলার জন্য ফুটবল দলকে সাহস জোগালেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। সেই সাথে দিলেন সমর্থন।
বাংলাদেশের ক্রিকেটাররাও ফুটবলের খোঁজ খবর রাখেন বেশ। আর যখন ম্যাচটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, তখন উৎসাহ না জুগিয়ে উপায় আছে!

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com