সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫
১৯.৩ ওভারে ১০৫ রানের জুটি। লেগ স্পিনার গ্রয়েম ক্রেমার ভাঙ্গলেন জুটিটা।৬৪ বলে ৫৬ রান করে আউট হন ওপনার ইমরুল কায়েস, যিনি একদিন আগেই সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় ক্রিকেট লিগে। ইমরুলের সঙ্গী এনামুল হক বিজয়ও করেছেন হাফ সেঞ্চুরি (৬১ বলে ৫২)। সেই ক্রেমারের বলেই ফিরত হয় বিজয়কে।
লিটন দাস- মুশফিক জুটি ভালোই এগুচ্ছিলেন। কিন্তু ভালো খেলার মধ্যেই ২৩ বলে ২৫ রানের ইনিংসে খেলে ক্রেমারের বলে ফিরতে হয় লিটনকে। লিটন ফিরলেও দারুণ ইনিংস খেলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ৮৪ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন তিনি।
এ ম্যাচে চোখ ছিল শাহরিয়ার নাফিসের দিকে। ভালোই খেলছিলেন। তবে ভালো খেলার মধ্যেই ৩৮ রান করে ফিরতে হয় তাকে। শেষপর্যন্ত ২৭৭ রানে ঠেকে বিসিবি একাদশের স্কোর। জিম্বাবুযের পক্ষে ক্রেমার ও জঙ্গু ৩টি করে উইকেট নেন।
Design and developed by ওয়েব হোম বিডি