মুসলমানি করাতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

মুসলমানি করাতে গিয়ে শিশুর মৃত্যু

musol_manir_gorutto_ki

সুরমা মেইল নিউজ : সুন্নতে খতনা করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সিহাব(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসপাতাল সূত্র জানায়, দুপুর ২টার দিকে সিহাবকে তারা বাবা জুরাইন মেডিক্যাল রোডের এইচসিডিপি ক্লিনিকে খতনা করাতে নিয়ে যায়। খতনা করার সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

সিহাবের বাবা জাহিদুল ইসলাম অভিযোগ করেন, অ্যানেসথেশিয়া (অবশ) না করেই খতনা করেন চিকিৎসক। অ্যানেসথেশিয়া করতে বলেও তিনি তা করেননি। খতনা করার পরপরই সিহাব চিৎকার- চেঁচামেচি করতে থাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বৃহস্পতিবার সন্ধ্যায় রাইজিংবিডিকে বলেন, ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হেয়ছে। তাকে শ্যামপুর থানায় সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com