মুসলিমদের দায়েশের হুমকি থেকে রক্ষা করছে ইরান: কাসেম

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

মুসলিমদের দায়েশের হুমকি থেকে রক্ষা করছে ইরান: কাসেম

download
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের গার্ড বাহিনীর মেজর জেনারেল কাসেম সোলেমানি বলেছেন, সব মুসলমানকে দায়েশের হুমকি থেকে রক্ষা করছে ইরান। ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের সুন্নি ভাইদের ঘরে যে আগুন ধরানো হয়েছে তাই হলো তাকফিরি মতবাদ। যারা এ মতবাদ তৈরি করেছেন তারা ভেবেছিলেন এ দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসলামের শিয়া মাজহাবকে পরাজিত করবেন। মধ্যপ্রাচ্যে ইরানের কথিত হঠকারিতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে সে বিষয়েও প্রশ্ন তুলেন মেজর জেনারেল সোলেমানি। তিনি বলেন, সব মুসলমানের সম্মান রক্ষার পদক্ষেপ গ্রহণ করছে ইরান। সৌদি আরব ও তার মিত্র দেশগুলো অভিযোগ করছে, তাদের ভাষায়, সিরিয়া এবং ইয়েমেন সংকটে ইরান নাক গলাচ্ছে। অথচ এ দু’টি দেশের ঘটনাবলীতে সরাসরি জড়িত রয়েছে সৌদি আরব। ইসলামী প্রজাতন্ত্র ইরান মুসলমানদের জানমাল রক্ষা করছে এবং মসজিদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে উল্লেখ করে জেনারেল সোলেমানি প্রশ্ন তুলেন, একে কি কথিত হঠকারিতা বলা যাবে? তিনি বলেন, মুসলমান বিশ্বে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই এ অভিযোগ তোলা হচ্ছে। তিনি আরো বলেন, সৌদি আরবের বিরুদ্ধে কথিত হঠকারিতায় কখনোই জড়িয়ে পড়েনি ইরান। আই আর আই বি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com