মুস্তাফিজের কারণেই হায়দারাবাদ!

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

মুস্তাফিজের কারণেই হায়দারাবাদ!

Capture-491

স্পোর্টস ডেস্ক : আইপিলের এই আসরে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে জয় পাচ্ছে ওয়ার্নারের সানরাজার হায়দারাবাদ। বুধবার কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচে মুস্তাফিজুর রহমানের ৪ ওভার বল করে ২৮ রান দিয়েছেন। পাননি একটিও উইকেট। যেখানে ভূবেনেশ্বর কুমার নিয়েছেন ৩টি, হেনরিকস নিয়েছেন ২টি উইকেট! তবে, তারপরও মুস্তাফিজ। এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এবং হায়দরাবাদকে ম্যাচে ফিরিয়ে এনেছেন এই বিস্ময় বালক।

হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তার ট্রাম্প কার্ড মুস্তাফিজের হাতে বল তুলে দেন ম্যাচের ৬ষ্ট ওভারে। সেই ওভারে তিনি দেন মাত্র ৩ রান। ১৩ নম্বর ওভারটিতে তিনি ১১ রান দিয়ে ফেলেছিলেন।

তারপর ১৭তম ওভারে মুস্তাফিজ যখন বল পান, তখন কিন্তু ম্যাচ ৫০-৫০। এখানেই খেলা ছিল মুস্তাফিজের। মাত্র ৭ রান দেন এই ওভারে। এতে করে কলকাতার ব্যাটসম্যানদের ওপর মারাত্মক চাপ পড়ে যায়। তারা দ্রুত রান নেয়ার কথা ভাবতে বাধ্য হন।

ভুবেনেশ্বর কুমার এই সুযাগটি নিয়েই উইকেট পান। হায়দরাবাদকে জয়ের পথ দেখান। পরের ওভারেও মুস্তাফিজ দেন ৭ রান। আসল জয়ের নায়ক মুস্তাফিজ, এ কথা বলাই যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com