সিলেট ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের দলে খেলতে গিয়ে কাটার মানে কি? বুঝিয়ে দিয়েছেন বিষন্ময় বালক মুস্তাফিজুর রহমান। বাংলার এই কাটারকে নিয়ে নাকি আগামী কয়েক মৌসুমে কাড়াকাড়ি পড়ে যেতে পারে পরের আসরটির দলগুলোর মধ্যে। ভারতীয় মিডিয়ার বিশ্লেষণ বলছে এমনই। নিজেদের প্রথম দুটি ম্যাচে হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদ। দল হারলেও ওই দুই ম্যাচের আলো কেড়ে নেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে চোখ ধাঁধানো বোলিং করে পরাস্ত করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই হার্ডহিটার এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে। দ্বিতীয় ম্যাচে যা করলেন মুস্তাফিজ, তা আজো চোখের সামনে ভাসছে ক্রিকেটভক্তদের। দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্দ্রে রাসেলকে মাটিতে ফেলে দিয়ে স্টাম্প উপড়ে ফেললেন। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার এই স্মৃতি হয়তো অনেক দিন ধারণ করবেন। তৃতীয় ম্যাচে হায়দরাবাদ জয় পেয়েছে মুম্বাইয়ের বিপক্ষে। এই ম্যাচেও ডেথ ওভারে বোলিং করে নজর কেড়েছেন মুস্তাফিজ। সরাসরি বোল্ড করেছেন হার্দিক পান্ডিয়াকে। এর জন্য অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাথু হেইডেনের চোখে চলমান আইপিএলে ডেথ ওভারে সেরা বোলারের খেতাব পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার। আজ বৃহস্পতিবার চলমান টুর্নামেন্টে অপরাজিত দল গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে হায়দরাবাদ। এই ম্যাচেও পাদপ্রদীপের আলোয় থাকবেন মুস্তাফিজ। ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণে ভারতের এক জনপ্রিয় পত্রিকা লিখেছে এভাবে, হায়দরাবাদের হয়ে আগের ম্যাচে ভুবনেশ্বর কুমার আর বারীন্দার স্রান এতো ভালো পারফর্ম করেছে যে বৃহস্পতিবার চোট সারিয়ে ফেরা আশিষ নেহরারও প্রথম দলে জায়গা না হলে অবাক হওয়ার কিছু নেই। আর আছে মুস্তাফিজুর রহমান, আগামী কয়েক মৌসুমে নিলামের টেবিলে যাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি