মুস্তাফিজ নেই, জিতলেই স্বপ্নের ফাইনালে টাইগাররা

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬

মুস্তাফিজ নেই, জিতলেই স্বপ্নের ফাইনালে টাইগাররা

Manual6 Ad Code

images (2)
স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজ নেই একটু আতঙ্কে রয়েছেন টাইগাররা। পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলবেন সেই আসা নিয়ে মাঠে নামছে মাশরাফি বাহিনী। আজকে জিতলেই স্বপ্নের ফাইনাল। টি-টোয়েন্টিতে নিজেদের দুর্নাম ঘোচানোর দারুণ সুযোগ। এমন সমীকরণ নিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের গ্রুপপর্বের শেষ ম্যাচে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তনের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।

Manual5 Ad Code

ফাইনালে যাবার খুব ভালো সুযোগ রয়েছে তা ভালো করে জানেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই গত দুই ম্যাচের মতো এ ম্যাচেও তার ধারাবাহিকতা চান সতীর্থদের কাছ থেকে।
তবে মাঠে নামার আগে একাদশ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন অধিনায়ক। কারণ ইনজুরির কারণে দলের সেরা প্রেসার মুস্তাফিজুর রহমানকে এশিয়া কাপে আর পাচ্ছেন না তারা। যদিও তার পরিবর্তে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তামিম। পাকিস্তানি খেলোয়াড়দের মোকাবেলা করে আবার ক্রিকেটে ফিরছেন এ ওপেনার। তাই ক্রিকেটভক্তরা তাকিয়ে থাকবে তার ব্যাটের দিকে। এদিকে হার্ড-হিটার সাব্বির রহমান রয়েছেন দারুণ পারফর্মে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code