মুস্তাফিজ শিখে ফেলবেন হিন্দি ভাষা

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৬

মুস্তাফিজ শিখে ফেলবেন হিন্দি ভাষা

Manual3 Ad Code

1457719380

স্পোর্টস ডেস্ক : আইপিএলে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানও শিখে ফেলবেন হিন্দি ভাষা! সানরাইজার্স হায়দরাবাদে যুবরাজ সিং, আশিষ নেহরাদের সঙ্গে থেকে মনের ভাব প্রকাশ করতে গিয়ে হিন্দি ভাষাটাও রপ্ত করে ফেলতে পারেন বাংলাদেশের কাটার বয়। ইংরেজি ভাষায় খুব একটা অভ্যস্ত নয় বলে প্রতিবেশী দেশটির ভাষা শিখে নেয়া অতটা কঠিন হবে না মুস্তাফিজের!

Manual3 Ad Code

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, খেলা নিয়ে মুস্তাফিজের সমস্যা হবে না। তবে হিন্দি-ইংরেজিতে মুস্তাফিজ খুব একটা অভ্যস্ত নয় বলে ভাষা নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে খেললে হয়তো এ ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হতো না কারোরই। তা ছাড়া কলকাতার মানুষের ভাষাও তো বাংলা। মুস্তাফিজের ‘হিন্দি ভাষা’ নিয়ে মাশরাফি বলেন, মুস্তাফিজ হিন্দি ভাষাতে অতটা অভ্যস্ত নয়। ইংরেজিতেও ঠিক তেমনই। খেলা নিয়ে সমস্যা না হলেও এটা একটা সমস্যা হলেও হতে পারে তার জন্য! তবে দলের সবাই নিশ্চয়ই তাকে সাহায্য করবে। এ ছাড়া মুস্তাফিজের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে এটা নিয়ে খুব একটা চিন্তিত নয় সে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code